বগুড়ার গাবতলীতে যুবককে কুপিয়ে জখম

বগুড়ার গাবতলীতে যুবককে কুপিয়ে জখম

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুর আলম (১৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার উপজেলার নাড়য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার বাহাদুর গ্রামের আব্দুস সালামের ছেলে নুর আলম বাহাদুরপুর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে ইসরাফিল ইসলাম আলমাছ নুর আলমকে গালি দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

মারপিটে নুর আলমের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে নুর আলমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে তার মামা মিনারুল ইসলাম বাদি হয়ে মডেল থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145053