দুই সময়ের ‘রূপনগর’-এ- আছেন দিলারা জামান

দুই সময়ের ‘রূপনগর’-এ- আছেন দিলারা জামান

অভি মঈনুদ্দীন ঃ নব্বই দশকের অন্যতম জনপ্রিয় এক ধারাবাহিক নাটকের নাম ‘রূপনগর’ যা বিটিভিতে প্রচারিত হয়েছিলো। নাটকটি রচনা করেছিলেন ইমদাদুল হক মিলন এবং নির্দেশনা দিয়েছিলেন শেখ রিয়াজ উদ্দিন বাদশা। তিন দশক পেরিয়ে আবারো একই নামে এবার দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘রূপনগর’ নামের আরো একটি নাটক।

এই নাটকের একটি আলোচিত চরিত্র বাচ্চু চেয়ারম্যান, দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এর অন্যতম দর্শকপ্রিয় চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন গুনী অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (যাকে সবাই বড় দা মিঠু নামেই ডাকেন)। তারই মা ফুলনূর চরিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য গুনী অভিনেত্রী দিলারা জামান।

প্রথম ‘রূপনগর’- এ দিলারা জামান অভিনয় করেছিলেন সেইসময়ের নবাগত অভিনেতা তৌকীর আহমেদ-এর মায়ের চরিত্রে। বিটিভিতে প্রচারিত সেই ‘রূপনগর’এ আরো অভিনয় করেছিলেন গোলাম মোস্তফা, শর্মিলী আহমেদ, খালেদ খান’সহ আরো অনেকে। নব্বই দশকে বিটিভিতে প্রচারিত ‘রূপনগর’ ধারাবাহিকটি এখনো দর্শকের মনে দাগ কেটে আছে।

এদিকে এই সময়ের ‘রূপনগর’ সপ্তাহের প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দীপ্ত টিভিতে সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় প্রচার হয় (একই পর্ব) এই ধারাবাহিকটি। নাটকটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। যিনি একজন গুনী নাট্যনির্মাতা এবং অসংখ্য খণ্ড নাটক, ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। মূলত এবারের ‘রূপনগর’ ধারাবাহিকের গল্প ভাবনাও কায়সার আহমেদ-এর। যার সর্বশেষ নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক ছিলো একই টিভিতে ‘বকুলপুর’। ‘বকুলপুর’-এর পর ‘রূপনগর’ ধারাবাহিক নাটকটি নির্মাণ করেও আলোচনায় এসেছেন কায়সার আহমেদ। নাটকে আরো বহু শিল্পী অভিনয় করছেন। তবে সবারমধ্যে এই নাটকে সবচেয়ে সিনিয়র শিল্পী হিসেবে আছেন দিলারা জামান। ফুলনূর চরিত্রে অভিনয় করে তিনি রয়েছেন বেশ আলোচনায়। দর্শক এখনো যে তার অভিনয়ে মুগ্ধ হন ফুলনূর চরিত্রই যেন তার প্রমাণ। অনেক দর্শক শুধু দিলারা জামানের অভিনয় দেখার জন্যই ‘রূপনগর’ ধারাবাহিকটি দেখে থাকেন।

দিলারা জামান বলেন,‘ ভাবতেই অবাক লাগে যে বিটিভির রূপনগর ধারাবাহিক আর কায়সার আহমেদ-এর এই ধারাবাহিক-এর মধ্যে এতো এতো বছর পেরিয়ে গেছে। আমি আসলে এভাবে ভেবেও দেখিনি কখনো। কিন্তু যেহেতু নাটকটির নাম রূপনগর, তাই আগে করা রূপনগর নাটকের বহু স্মৃতি চোখে ভেসে উঠে। সেই সময় যেহেতু একটি চ্যানেল ছিলো, তাই দর্শকের আগ্রহ ছিলো নাটক দেখার। রূপনগর সেই সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলো। কায়সার আহমেদ-এর রূপনগরও দর্শকপ্রিয় হয়ে উঠেছে। ফুলনূর চরিত্রে অভিনয় করেও বেশ ভালোলাগছে। দর্শকের ভালোলাগছে এই রূপনগর, এটাই আসলে অনেক ভালোলাগার।’

টিভি নাটকে তার শুরু স্বাধীনতার আগে ‘ত্রি ধারা’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এই নাটকে তার কোআর্টিস্ট ছিলেন আহসান আলী সিডনী ও আজমেরী জামান রেশমা। নাটকে দিলারা জামানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শহীদ মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিলো ‘সকাল সন্ধ্যা’। দিলারা জামান প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন হুমায়ুন আহমেদের ‘আগুনের পরশ মনি’ তে। দিলারা জামান গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’, মুরাদ পারভেজের ‘চন্দগ্রহণ’, আবু সাইয়ীদের ‘অপেক্ষা’সহ আরো বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145046