নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৮
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন সায়দাবাদ গ্রামের শফিক মিয়া (৩২), মোস্তফা (৩৮), জাহিদ হাসান (১৭), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯) ও বাছেদ (৪০)। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, দুটি এলজি, একটি পাইপগান, তিনটি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145040