কুড়িগ্রামের রৌমারী হলহলিয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ারচর এলাকায় হলহলিয়া নদীর উপরে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় মিয়ারচর হলহলিয়া নদীর উপর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন- আবু সামা, ইবনে মাসুদ, মেহেরুল্যাহ টুকু, মোস্তাফিজুর রহমান, বেলাল হোসেন, জাহিদ হোসেন, ফজলুল হক, নুরুল আমিন, এনামূল হক প্রমুখ।
বক্তারা বলেন, ঘুঘুমারী, চর ঘুঘুমারী, ফুলকারচর, খেরুয়ারচর, আনন্দ বাজার, খেয়ারচর, খরানির চর, দক্ষিণ নামাজের চর, উত্তর নামাজের চর, চর গেন্দার আলগাসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের ৪০ হাজার মানুষ প্রতিদিন হলহলিয়া নদীর ওপর ভাঙা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হন। প্রতিনিয়ত শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি পারাপার হচ্ছেন।
বর্ষা মৌসুমে দুর্ভোগ আরোও চরমে উঠে। সাঁকোটি সরু ও নড়েবড়ে হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিকল্প কোন পথ না থাকায় এই সাঁকোর ওপরই নির্ভর করছেন এলাকাবাসী। তাই সরকারের কাছে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয়রা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145022