দৈনিক করতোয়ার হিসাব রক্ষক মিঠুর বাবার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : দৈনিক করতোয়ার হিসাব রক্ষক আব্দুস সোবহান মিঠুর বাবা নূর আলম গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
স্ত্রী ৪ ছেলে, ২ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জু‘মা খান্দার আবহাওয়া অফিস সংলগ্ন বাইতুস সালাম মসজিদের পাশে নামাজে জানাজা শেষে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় দৈনিক করতোয়া সিনিয়র রিপোর্টার রাহাত রিটু, জেনারেল ম্যানেজার সৈয়দ শরিফ আহম্মেদ লিখনসহ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুস সোবহান মিঠুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দৈনিক করতোয়া পরিবারের পক্ষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145014