লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করার জন্য সতর্ক করে চিঠি দিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়। এদিন সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যম কর্মীদের মধ্যে জানাজানি হলে অনেক চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি ওই দুই নেতার।
সতর্কবার্তা পাওয়া ওই দুই নেতা হলেন- লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তারা দু’জনই লালমনিরহাট-২(আদিতমারী-কালীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। আসন্ন নির্বাচনে পুনরায় মনোনয়ন পেতে তিনি গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে তার ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমও একই আসনে মনোনয়ন প্রত্যাশী হয়ে পৃথক সভা-সমাবেশ করছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী হিসেবে তারা যে সভা-সমাবেশ করছেন, তাতে তৃণমূল রাজনীতিতে নেতাকর্মীদের মধ্যে চরম বিভেদ ও বিরোধের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ছাড়া বিভেদ সৃষ্টি হয় এমন সভা-সমাবেশ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
কথা হলে চিঠির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন বলেন, বিএনপিকে শক্তিশালী করা ও অভ্যন্তরীণ কোন্দল নিরসনের লক্ষ্যে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাইকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/144972