সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় রাজু আহমেদ(৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাটিকুমরুল গোলচত্বরের পূর্বপাশে ধোপাকান্তি ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজু আহমেদ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহত রাজু আহমেদ পাবনা রুট থেকে ভ্যান নিয়ে উল্টো পথে ঢাকা রুটের পাঁচলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/144968