কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনাজপুর ও বগুড়ার সন্দেহভাজন চার মহিলা আটক
ভূরিঙ্গমারী (কুড়িগ্রম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্দেহভাজন চার মহিলাকে আটক করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জনতা ব্যাংকের সামনের রাস্তা থেকে সন্দেজনক চলাফেরা করার সময় এলাকাবাসী তাদের আটক করে।
আটককৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুর থানার হিলি পালপাড়ার শাকিবের স্ত্রী ইভা (১৯) ও একই গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী রাশেদা (৫৫) এবং বগুড়ার আদমদীঘি থানার শিয়ালনগর গ্রামের মমিনুর ইসলামের স্ত্রী বিউটি বেগম (৩০) ও একই থানার মোঃ জামিলের স্ত্রী নাজমা (৩৫)।
আটককৃতদের প্রথমে সদর ইউপি’র মহিলা সদস্য রাশেদা পারভীনের বাড়িতে নিয়ে যায়। সেখানে এদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরের পশ্চিমে সাইদুরের বাড়িতে বেড়াতে আসে তারা। সাইদুরের পরিবারের বিষয়ে এলাকাবাসী জানতে চাইলে তারা কোন সঠিক উত্তর দিতে পারেনি।
খবর দিলেও সাইদুরের কোন সাড়া পাওয়া না যাওয়ায় এলাকাবাসী থানার খবর দেয়। পুলিশ এসে তাদের দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলে জানায়। আরো জিজ্ঞাসাবাদের জন্য এসআই মিতু তাদেরকে থানায় নিয়ে যান। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে বহিরাগত কিছু মহিলা ভূরুঙ্গামারী সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে দেশের অভ্যন্তরে নিয়ে বিক্রি করছে। এ বিষয়ে ওসি আল হেলাল মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ৫১ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/144966