রংপুরের গঙ্গাচড়ায় আমন ধানে মাজরা পোকার আক্রমণ

রংপুরের গঙ্গাচড়ায় আমন ধানে মাজরা পোকার আক্রমণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আমন ধানে ভয়াবহভাবে আক্রমণ করেছে মাজরা, খোলপচা ও কারেন্ট পোকা। এতে অনেক জমির ধানগাছ শুকিয়ে যাচ্ছে, কোথাও আবার ধানের গোড়া ও শীষ পচে নষ্ট হয়ে পড়ছে। কীটনাশক ব্যবহার করেও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে পারছেন না কৃষকেরা। ফলে দিশেহারা হয়ে পড়েছেন আমন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি। সরেজমিনে গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা ক্ষেতে স্প্রে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিযোগ, কাটাই প্রায় ঘনিয়ে এসেছে এমন সময়ে বিভিন্ন এলাকায় আমন ধানে পোকামাকড়ের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। কারেন্ট পোকার আক্রমণে ধানের গোড়া কেটে গাছ মেরে ফেলছে। অপরদিকে মাজরা পোকার কারণে ধানের শীষ পরিপক্ব হওয়ার আগেই পচে যাচ্ছে এবং অনেকের জমিতে গোড়া পচে গাছ নষ্ট হচ্ছে। এতে হতাশায় দিন কাটছে কৃষকদের।

উপজেলার দক্ষিণ কোলকোন্দ এলাকার কৃষক শাহানুর আলম বলেন, ধানের শীষ বের হওয়ার সময়ই এমন সমস্যা দেখা দিয়েছে। প্রতিনিয়ত ওষুধ দিতে হচ্ছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না। এখন ফলন নিয়েই দুশ্চিন্তায় আছি। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আবহাওয়াজনিত কারণে এবার পোকার আক্রমণ কিছুটা বেশি।

মাঠপর্যায়ে উঠান বৈঠক ও পরামর্শের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে। ভালো মানের কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটাও শুরু হয়েছে। তিনি আরও জানান, মাঠকর্মীরা সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছেন এবং তিনি নিজেও বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/144965