রংপুরের গঙ্গাচড়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে পরীক্ষা কেন্দ্রগুলো।

হাতে প্রবেশপত্র, চোখেমুখে উচ্ছ্বাস ও প্রত্যাশা পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। সকাল ১০ টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৭৫২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এর মধ্যে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৯৩১ জন এবং বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৮২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার আগে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রচারণা চালান। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করেন এবং পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/144963