বগুড়ার মহাস্থানে করতোয়া নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

বগুড়ার মহাস্থানে করতোয়া নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদীতে পড়ে শাহাদত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। শাহাদত মহাস্থান এলাকার ইকবাল হোসেনের ছেলে। জানা গেছে, মহাস্থান-শিবগঞ্জ  সড়কের শিলাদেবী  ঘাটের দক্ষিণ পাশে করতোয়া নদীর পাশে খেলা করার সময় নদীতে পড়ে  শিশুটির মৃত্য হয়।

শিশুটির বাবা ইকবাল জানান, শাহাদতের যেখানে মৃত্যু হয়েছে তার আশে পাশে সব সময় সে  খেলতো।  দুপুরে পর তাকে খোঁজাখুজির পর পাওয়া না গেলে শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে করতোয়া নদীর কিনারে একজন পাগলি তাকে নদীর পাড়ে দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে আমরা আমাদের সন্তানকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ বক্সের কাছে নিয়ে আসি।

এ ঘটনায় শিবগঞ্জ থানার এস আই ছাইদুর রহমান জানান, শিশু শাহাদতের মরদেহে আঘাতের কোন চিহ্ন নেই। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরীর পর থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে এবং  শিশুটির লাশ তার স্বজনদের  হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/141834